চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনের দাবি

প্রকাশ | ১৯ মার্চ ২০১৭, ১৮:৩৪

চাঁপানবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-রাজশাহী রুটে প্রতিদিন সকাল ও রাতে ট্রেন সার্ভিসসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সাংসদ মু. জিয়াউর রহমান।

ররিবার বেলা ১২টায় রহনপুর বাজার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, রহনপুর ও নাচোল রেলস্টেশনের জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট বরাদ্দ, লুপলাইন বা ইয়ার্ড বৃদ্ধি, রেল ক্রসিং তৈরি, ওভার ব্রিজ  নির্মাণ, কোচ সংখ্যা বৃদ্ধিসহ রহনপুর-রাজশাহী রুটে ট্রেন সার্ভিসের দাবি জানান।

এ সময় জেলা পরিষদের সদস্য হালিমা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এলএ)