জননিরাপত্তা বিভাগের বেনাপোল বন্দর পরিদর্শন

প্রকাশ | ১৯ মার্চ ২০১৭, ১৯:০৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে আসেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখার প্রতিনিধি দল। ১২ সদস্যের এ দলটির নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব মো. আব্দুল হান্নান।

রোববার সকালে প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর, কাস্টমস ও বেনাপোল চেকপোস্ট পরিদর্শন করেন। কিভাবে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরো গতিশীল ও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত আরো সহজীকরণ করা যায়- সে বিষয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে পৃথক বৈঠক করেন। তারা বন্দর ও কাস্টমসের সমস্যার ওপর গুরুত্ব দেন।

বেনাপোল বন্দর অডিটরিয়ামে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, প্রশাসনসহ বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ নেতাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় ছিলেন- যুগ্ম সচিব-একে মফিজুল হক, আনিস আহমদ, কামরুনাহার, এসএম জাইদুল করিম, এডি ডিআইজি-আলমগীর আলম, বাংলাদেশ ব্যাংকের এজি এম মাসুদ বিশ্বাস, উপসচিব নায়েব আলী, কাস্টমস কমিশনার শওকাত হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এলএ)