সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

প্রকাশ | ১৯ মার্চ ২০১৭, ২১:৫৮

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে, ঢাকাটাইমস

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনে আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (আপেল)কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী কর্মকর্তা।

রবিবার রাতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এম আশিক রেজা এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে  আচরণ বিধি লঙ্ঘন করে জনসভা করছিলেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার। বিষয়টি জানতে পেয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম.এম আশিক রেজা তাকে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে ঢাকাটাইমসকে বলেন, আচারণ বিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (আপেল)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হন সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। পরে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন  অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।  ফলে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এবিএস/ইএস)