টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১২:১৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। সোমবার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফ নদীতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে না পারলেও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার ভোরে শাহপরীর দ্বীপের ৫ নং সুইচ গেইট সংলগ্ন নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় বিজিবির একটি টিম নদীতে অভিযান পরিচালনা করে। এসময় একটি নৌকা থেকে লাফ দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করা হয়। নৌকা থেকে একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার দাম ২ কোটি ১০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে এবং জব্দ নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)