চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৬:৪০ | আপডেট: ২০ মার্চ ২০১৭, ১৬:৪৬

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

চাঁদা না পেয়ে শেরপুরে এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ওই শিক্ষক আদালতে মামলা করলে আদালত বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক আগামী ২৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর সাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মাহদি মাসুদ একই উপজেলার ভাতশালা গ্রামের বাড়িতে একটি মাছের খামার করেন। খামার তৈরির পর থেকেই স্থানীয় মাসুদ মিয়া, হারুন অর রশিদ, জয়নাল আবেদীনসহ সাত থেকে আট জনের একটি মাদকসেবী চক্র মাহদি মাসুদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় গত শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি  ফেরার পথে দুর্বৃত্তরা মাহদি মাসুদের উপর হামলা চালায়। পরে এ বিষয়ে রবিবার বিকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় এজাহার দায়ের করেন তিনি। পরে আদালতের বিচারক ভারপ্রাপ্ত সিজিএম মুমিনুন্নিসা খানম অভিযোগটি আমলে নিয়ে ওই দিন বিকালে মাহদি মাসুদের জবানবন্দি রেকর্ড করে শেরপুর সদর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/জেডএ)