অবৈধভাবে ক্ষমতায় যেতেই জঙ্গিবাদে মদদ: কাদের

প্রকাশ | ২১ মার্চ ২০১৭, ১৮:১৫ | আপডেট: ২১ মার্চ ২০১৭, ১৮:৩৪

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা নির্বাচনে বিশ্বাস করে না, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই দেশে জঙ্গিবাদের উত্থানে সহযোগিতা করছে।’

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ভৈরবে যাত্রা বিরতিতে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। দুপুর দুইটায় ভৈরব থেকে সিলেটের উদ্দেশ্য রওনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার কঠোরভাবে কাজ করছে। একটি স্বার্থনেষী মহল ষড়যন্ত্র করে দেশে অস্থির অবস্থার সৃষ্টি করে অপশক্তির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা নির্বাচনকে ভয় পায়।’ বিএনপি এসব ষড়যন্ত্রের সাথে জড়িত বলে অভিযোগ ওবায়দুল কাদেরের।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের দুর্ঘটনা রোধ, বেআইনিভাবে ড্রাইভিং করে গাড়ি চলাচল এবং অপরাধীদের বিচার কঠোর করার লক্ষে আগামী সপ্তাহেই সড়ক পরিবহন আইন পার্লামেন্টে পাস হতে পারে। এই আইনটি পাস হলে সড়কে দুর্ঘটনারোধসহ জনগণ উপকৃত হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভৈরবকে জেলা করা সরকারের বিবেচনাধীন রয়েছে। ভৈরবকে জেলা করতে হলে ভৈরব-কুলিয়ারচরসহ আরও দুই তিনটি উপজেলা সম্পৃক্ত করা প্রয়োজন। জেলা করতে এসব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটা সময় লাগবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মহান নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষ স্বপ্ন ছিল ভৈরবকে জেলা করা। তাই তার স্বপ্ন বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।’

এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ, মির্জা সুলাইমান, এস এম বাক্কী বিল্লাহ, আবদুল হেকিম রায়হান, জাকির হোসেন কাজল, খলিলুর রহমান, হাবিবুর রহমান প্রমূখ।

এছাড়াও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেসুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/জেবি)