চাঁদপুরে অস্ত্রসহ আট স্কুলছাত্র আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১৯:৩৮

চাঁদপুরে ধারালো অস্ত্রসহ আট স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের পুরানবাজার এলাকা থেকে তাদের আটক করে ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হচ্ছে- কোড়ালিয়ার মিলন কসাইর ছেলে রাকিব, প্রফেসরপাড়ার হাতেমের ছেলে নাসিম, পালপাড়া শওকত আলীর ছেলে রায়হান, নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম, বিপনীবাগ তালতলার শাহআলম ভুইয়া মামুনের ছেলে ইরান, গুনরাজদীর সফিক পাটওয়ারীর ছেলে সুশান, ব্যাংক কলোনীর আঃ কুদ্দুছের ছেলে শাহিদুর রহমান, হাজী মহসিন রোডের দেলোয়ার হোসেনের ছেলে নাবিল ও দাসদী গাজির হাটের গোলাপ খানের ছেলে ফয়েজ। এদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৮ বছর হবে। তাদের সঙ্গে স্কুলব্যাগও ছিলো।

চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, স্কুল পড়ুয়া দুইদল ছাত্রের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে মারামারি হয়। এক পর্যায়ে এক পক্ষ সংঘবদ্ধ হয়ে অপর পক্ষের ওপর হামলা করার জন্য ধারালো অস্ত্র নিয়ে আসে। তারা জুট মিলের পাশে পূর্বশ্রীরামদী পানির ট্যাংকি নদীর পাড়ে অবস্থান করছে- এমন খবরে ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে অস্ত্রসহ ছাত্রদের আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হযেছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :