পিরোজপুরে মাদক মামলায় যুবকের সাত বছর জেল

প্রকাশ | ২২ মার্চ ২০১৭, ১৯:১২

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

পিরোজপুরে মাদক মামলায় দায়ে প্রদীপ সাহা (২১) নামের এক যুবককে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবক পিরোজপুর শহরের শিকারপুর এলাকার রঞ্জিত সাহার ছেলে।

জানা যায়, প্রদীব ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধুরকাঠী গ্রামের আব্দুল কাইউমের ছেলে কামরুলকে (২২) ২০১৫ সালের ৩০ জুন দুপুরে শিকারপুর এলাকা থেকে র‌্যাব-৮ এর একটি দল ৫০১পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তাদের বিরুদ্ধে এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় একটি মামলা হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রদীপকে কারাদণ্ড ও অপর আসামি কামরুলকে বেকসুর খালাস দেন।

২০ মার্চ একই বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলায় নাজমুল শেখ (৩০) নামের এক যুবককে ৭ বছরের কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। নাজমুল শেখ জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের সুলতান শেখের ছেলে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএমআর/ইএস)