বাংলাদেশ ব্যাংকে আগুন

প্রকাশ | ২৩ মার্চ ২০১৭, ২১:৪৬ | আপডেট: ২৩ মার্চ ২০১৭, ২৩:০১

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ভবনের ১৩ তলায় বৈদেশিক মূদ্রা নীতি বিভাগে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহামুদুল হক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দশটি ইউনিট গেছে। আগুন নেভাতে তারা কাজ করছে।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। একটি ইউনিট ভবনের ভেতরে প্রবেশ করেছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।  তবে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে আসে।  

(ঢাকাটাইমস/২৩মার্চ/এএ/জেডএ)