এলজির নতুন ফোন

প্রকাশ | ২৪ মার্চ ২০১৭, ১০:৪৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নতুন একটি ফোন ভারতের বাজারে অবমুক্ত করেছে। ফোনটির মডেল স্টাইলাস ৩। ভারতের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে ১৮ হাজার ৫০০ ‍রুপিতে। 

এই ফোনটি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে প্রদর্শন করা হয়। এতে একটি স্টাইলাস পেন রয়েছে। 

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে আছে অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫০ প্রসেসর। র‌্যাম আছে ৩ জিবি । বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। 

এলজি স্টাইলাস ৩ ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফোনটিতে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। 

কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, ওয়াইফাই, ব্লটুথ, ইউএসবি ২.০ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এজেড)