তিন দিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৪:০৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্ব ঢালে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনাসহ শুক্র, শনি ও রবিবার টানা তিন দিনের ছুটির কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই যানবাহনের অতিরিক্ত চাপে মহাসড়কে গজারিয়াসহ উভয় পাশের অংশে যানজট সৃষ্টি হয়েছে।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে ফাড়ির এস আই মো. আবুল হাশেম মুন্সী জানান, পুলিশ যানজট নিরসনে সাধ্যমতো চেষ্টা করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্ব ঢালে একটি সড়ক দুর্ঘটনা ও তিন দিন টানা ছুটির কারণে মহাসড়কে যানবাহন চলাচলের চাপ কয়েকগুণ বৃদ্ধি পাওয়াই দীর্ঘ যানজট বাঁধে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ, মুন্সীগঞ্জের গজারিয়াসহ কুমিল্লার দাউদকান্দি এলাকাসহ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে এ যানজট সৃষ্টি হয়।

ঢাকা থেকে কুমিল্লাগামী তৃষা পরিবহনের যাত্রী আবদুর রশিদ সরকার বেলা সাড়ে ১১টায় মেঘনা সেতুর পূর্ব প্রান্ত থেকে জানান, ঢাকা থেকে রওয়ানা দিয়ে সাড়ে চার ঘণ্টায় এখানে আসলাম। কখন বাড়ি যেতে পারব জানি না।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :