মির্জাপুরে নানা আয়োজনে যক্ষ্মা দিবস পালিত

প্রকাশ | ২৪ মার্চ ২০১৭, ১৪:৩২

মির্জাপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।

ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাত।

শোভাযাত্রাটি জামুর্কী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ফজলুর রহমান, টিএলসিসিএ মো. আব্দুল হালিম প্রমুখ।

এসব কর্মসূচিতে জামুর্কী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এমআর