মুক্তি পেলেন হোসনি মুবারক

প্রকাশ | ২৪ মার্চ ২০১৭, ১৮:০৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ৬ বছর পর আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন। খবর গালফ নিউজের।

তার আইনজীবী ফরিদ আল-দিব জানান, শুক্রবার দক্ষিণ কায়রোর একটি সামরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুবারক বাসায় গেছেন।

২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কয়েকশ’ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে মুবারককে মিশরের শীর্ষ আপিল আদালত এ মাসের শুরুর দিকে বেকসুর খালাস দেয়ার পরই তাকে মুক্তির আদেশ দেয়া হয়।

হোসনি মুবারকের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৮ দিন ধরে চলা গণঅভ্যুত্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৮৫০ জন নিহত হয়।

২০১২ সালে এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে আপিল আদালত পুনরায় বিচারকার্য পরিচালনার নির্দেশ  দেন এবং দু’বছর পর তাকে এই অভিযোগ থেকে রেহাই দেয়া হয়। ২ মার্চ সুপ্রিম কোর্ট তাকে বেকসুর খালাস দেন।   

৮৮ বছর বয়সী মুবারক ১৯৮১ সালে আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পর মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১১ সালের গণঅভ্যুত্থানের মুখে ওই বছর ফেব্রুয়ারিতেই তিনি ক্ষমতাচ্যুত হন।

২০১৩ সাল থেকে তাকে মাদি সামরিক হাসপাতালে আটকে রাখা হয়েছিল। তোরাহ জেল থেকে জামিন নিয়ে তাকে এ হাসপাতালে রাখা হয়েছিল।

 (ঢাকাটাইমস/২৪মার্চ/এসআই)