বরিশালে তিন লাখ মিটার জাল জব্দ, আটক ৫

প্রকাশ | ২৪ মার্চ ২০১৭, ১৮:৩৯

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস

বরিশালে নৌবাহিনী ও নৌ পুলিশের পৃথক অভিযানে তিন লাখ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জাটকাসহ একটি নৌকা ও পাঁচজনকে আটক করা হয়।

বরিশাল নৌ পুলিশের এএসপি মোতালেব জানান, শুক্রবার সকালে কীর্তনখোলা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৬ মণ জাটকা, পাঁচ জেলে ও একটি ট্রলার আটক করা হয়।

এদিকে কোস্ট গার্ডের চিফ পেটি অফিসার মো. জামাল উদ্দিন জানান, নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী নিয়ে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা।

(ঢাকাটাইমস/২৪মার্চ/মোআ)