২৭১ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ১৩:৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দুইশো ৭১ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগে এমন বার্তা দেওয়া হয়েছে বলে রাজ্যসভায় জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকরা। সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর আতঙ্ক আরও বাড়তে থাকে প্রবাসী ভারতীয়দের উপর ।

যদিও সুষমা জানান, প্রশাসনিক বার্তা এলেও এখনই অভিযুক্ত ভারতীয়দের দেশে ফেরত আনা হচ্ছে না। মার্কিন প্রশাসনের কাছ থেকে তাদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। তাদের পরিচয় ও নাগরিকত্ব খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্পের নতুন অভিবাসন নীতির পর থেকেই মার্কিন মুলুকে বাড়তে থাকে ভারতীয়দের উপর হামলা। গত মাসে কানসাসে এক ভারতীয়কে গুলি করে হত্যা করা হয়। দিন কয়েক আগে দোকান থেকে ফেরার পথে খুন হন আরও এক প্রবাসী ভারতী। এই সব হামলার পর থেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা।

ওয়াশিংটনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে যেখানে প্রায় দেড় লাখ ভারতীয় নিয়মবহির্ভূত ভাবে মার্কিন মুলুকে বসবাস করতেন, সেখানে ২০১৪ সালে সংখ্যাটা পৌঁছয় পাঁচ লাখে। এর মধ্যে অনেকেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ওই দেশে থেকে গিয়েছেন। শুধু ভারতীয়রা নন, অন্য দেশের নাগরিকরাও একই ভাবে যুক্তরাষ্ট্রে রয়ে গিয়েছেন বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেএস)