তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ১৮:৪৮ | আপডেট: ২৫ মার্চ ২০১৭, ২২:১০

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের বাঘারপাড়া উপজেলায়  পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে আপন তিন ভাই।

শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় হাসপাতালে মারা যান মাসুদুর রশিদ।এ ঘটনায় তিন ভাইকে আটক করেছে পুলিশ।

মাসুদুর রশিদ যশোরের বাঘারপাড়া উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে।

নিহতের মামা আজমল আজিজ ঢাকাটাইমসকে বলেন, ‘মাসুদুর রশিদ কাজকর্ম করতো না।  সম্প্রতি সে বাড়ির একটি গাছ অপর তিন ভাইকে না জানিয়ে বিক্রি করে দেয়।  যার কাছে গাছ বিক্রি করা হয়েছে সে ব্যক্তি শুক্রবার গাছ কাটতে গেলে অন্য তিন ভাই তাতে বাধা দেয়। পরে এ নিয়ে চার ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মাসুদুর রশিদকে  তিন ভাই মিলে পিটিয়ে জখম করে। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায় মাসুদুর।’

স্থানীয়দের বরাত দিয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঢাকাটাইমসকে বলেন, ভাইয়ে ভাইয়ে মারপিটের কারণে মাসুদুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন ভাই হারুন, টিটো ও বিল্লাহকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/জেডএ)