শাহজালালে ৩৫ লাখ টাকার স্বর্ণের রিং উদ্ধার

প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ২০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কৌশলে পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক বিভাগ। শনিবার দুপুরে শারজাহ থেকে আসা সুমন হোসাইন নামের এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণের রিং উদ্ধার করা হয়।

বিমানবন্দরের শুল্ক বিভাগের একটি সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ১২টার দিকে শারজাহ থেকে আসা সুমন নামের ওই যাত্রীর কাছে থাকা একটি লেডিস হ্যান্ডব্যাগে থাকা ২০টি রিংয়ের মধ্যে লুকানো অবস্থায় ছিল প্রায় পৌনে এক কেজি স্বর্ণ। ব্যাগে থাকা রিংগুলো দেখতে সাধারণ রিংয়ের মতোই ছিল। পরে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয় যে উদ্ধার হওয়া ২০টি রিং স্বর্ণের। যার ওজন পৌনে এক কেজি। যাত্রী সুমন হোসাইনের গ্রামের বাড়ি মাদারীপুরে। জব্দকৃত স্বর্ণের রিংয়ের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, আটক সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এএ/জেবি)