বাগেরহাটে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ২০:৫৪

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভ্যান আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার পিংগুড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মোবারক শেখের ছেলে খলিল শেখ (৩৫) এবং একই উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুল মাঝির ছেলে মাহবুব মাঝি (৪৫)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের দুই আরোহী খলিল শেখ ও মাহবুব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা মোরেলগঞ্জে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/জেবি)