‘৪৫ ওভার ব্যাট করা চাট্টিখানি কথা নয়’

প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ২৩:৫৫ | আপডেট: ২৫ মার্চ ২০১৭, ২৩:৫৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। টাইগারদের এ ব্যাট হাতে বড় অবদান ছিল তামিম ইকবালের। দলকে উপহার দিয়েছেন ১২৭ রানের নরজরকাড়া ইনিংস। 

ম্যাচ সেরার তকমাটা হাতে নেওয়ার পর নিজের ব্যাটিং নিয়ে কথা বলেন তামিম। উইকেটে টিকে থেকে ব্যাট করা যে সহজ নয় সেই ইঙ্গিতই দিয়েছেন ড্যাশিং এই ওপেনার।

বাংলাদেশের হয়ে তিন ফরমেটে সর্বোচ্চ রানের মালিক তামিম বলেন, ‘আজ সুযোগ পেয়েছি। দলের স্কোর বাড়াতে সেই সুযোগটা কাজে লাগালাম। তাছাড়া ৪৫ ওভার টানা ব্যাট করা চাট্টিখানি কথা নয়।’

মনস্থির করেই দলের রান এগিয়ে নেয়ার কাজটি করেছেন তামিম। ‘মাথা ঠাণ্ডা করে আমি রানের চাকা সচল করার চেষ্টা করেছি। সাকিব অসাধারণ খেলেছে। ও আমাকে অনেকখানি সঙ্গ দিয়েছে।’

আগে বহুবার এমন সুযোগ হাতছাড়া হয়েছে এমনটি উল্লেখ করে তামিম বলেন, ‘ফিফটি করতে আমি বেশ কয়েকবার সুযোগ পেয়েছি। কিন্তু আমি সেটাকে বড় সংগ্রহে নিতে পারিনি। তবে অতীত নিয়ে ভাবছি না।’

উল্লেখ্য, জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ে ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে থাকল সাকিব-তামিমরা। ২৯ মার্চ একই মঞ্চে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেইউএম)