ময়মনসিংহে রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১১:৩৩

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

ময়মনসিংহের মুক্তাগাছায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলা হাসপাতাল কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রিকশা চালাতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তদন্তকারী মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াজেদ জানান, সাইফুলকে তার স্ত্রী আছমা ভোরে হাসপাতালে নিয়ে আসেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ কর্মকর্তা বলেন, সকালে সাইফুলের সঙ্গে তার ভাইদের ঝগড়া হয়।

মুক্তাগাছা থানার ওসি আখতার মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তা বোঝা যাবে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেডএ)