ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে জঙ্গিরা: দুদক চেয়ারম্যান

প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৪:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেই জঙ্গিরা টাকা লেনদেন করছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। নিয়ম অনুযায়ী আর্থিক লেনদেন হলে জঙ্গি অর্থায়ন বন্ধ হবে বলেও দাবি করেছেন তিনি।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন দুদক চেয়ারম্যান।

‘দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ স্লোগান নিয়ে রোববার থেকে শুরু হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পহেলা এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দুদক।

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘জঙ্গিবাদের অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে। আর আসে হয়তো হুন্ডির মাধ্যমে। তবে হুন্ডির মাধ্যমে ব্যাপক অর্থ আসে বলে মনে হয় না।’ এই হুন্ডি বন্ধ করতে জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও দুদক একসঙ্গে কাজ কছে বলেও জানান তিনি।

 

অন্য এক এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘পুলিশ বিগত সময়ে বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে, সেখানে প্রচুর অর্থ পাওয়া গেছে। এই অর্থ তো ব্যাংকিং সিস্টেম থেকেই আসে। টাকা তো হাওয়া থেকে আসে না।’

দুর্নীতি রোধ করতে পারলে জঙ্গিবাদও ঠেকানো যাবে বলে মনে করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘দুর্নীতির সংজ্ঞা করতে গেলে জঙ্গিবাদ একটি উদাহরণ। দুর্নীতিকে টেনে ধরতে পারলে জঙ্গিবাদও টানা সম্ভব হবে। দুর্নীতির লাগাম যদি টানা যায়, ছেলে-মেয়েদের যদি সঠিকভাবে লেখাপড়ায় মনোনিবেশ করাতে পারি, শিশুদের সঠিকভাবে মানুষ করতে পারলে তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হবে না।’

ঢাকাটাইমস/২৬মার্চ/ডব্লিউবি