শাওমির ৮ জিবি র‌্যামের ফোন

প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৬:১০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

৮ জিবি র‌্যামের একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি মি৬। সম্প্রতি ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। 

ফাঁস হওয়া তথ্য মতে শাওমির নতুন ফোনটিতে চারটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকবে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। অন্য একটিতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। একটি ভার্সন পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। শেষ ভার্সনটি আসবে ৮ জিবি র‌্যামে। এতে থাকছে ১২৮ জিবি রম। ফোনগুলোতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে। 

শাওমির মি ৬ ফোনটিতে ৫.১৫ ইঞ্চির টুকে ডিসপ্লে থাকবে। এতে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর মেমোরিও বাড়ানোর সুযোগ নেই।  

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজেড)