সমীর, রাজীব ও পুলকের গান নিয়ে ‘বাংলাদেশ’

প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৭:৪৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

স্বাধীনতার মাসে প্রকাশিত হতে যাচ্ছে দেশের গানের নতুন একটি অ্যালবাম ‘বাংলাদেশ’। তিনটি গানের এই অ্যালবামটিতে গানগুলো গেয়েছেন এস কে সমীর, রাজীব ও পুলক। সিডি চয়েসের ব্যানারে শিগগিরই বাজারে আসবে অ্যালবামটি।

অ্যালবামের দুটি গান রচনা ও সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। অন্য গানটি লিখেছেন রিয়াজ লিটন। সুর করেছেন এসকে সমীর। সবকটি গানের সঙ্গীত আয়োজন করেছেন এসকে সমীর।

সমীর ফিচারিং ‘বাংলাদেশ’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হলঃ ‘লাল সবুজের বাংলাদেশ’, ‘স্বাধীনতা’ ও ‘লাল সবুজ পতাকায়’।

নতুন এই অ্যালবাম প্রসঙ্গে এসকে সমীর বলেন, ‘স্বাধীনতার মাসে শ্রোতাদের দেশের গানের একটি  অ্যালবাম উপহার দিতে পারছি বলে ভালো লাগছে। অনেক সময় নিয়ে যত্ন করে গানগুলো তৈরি করেছি। রাজীব ও পুলক গেয়েছেন প্রাণ খুলে। আমার বিশ্বাস গানগুলো সবার ভাল লাগবে।’

নিজের অ্যালবাম’সহ বেশ কিছু মিশ্র অ্যালবাম বের হয়েছে সমীরের সঙ্গীতায়োজনে। সর্বশেষ সমীরের ফিচারিংয়ে মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ‘শূণ্যবাড়ি’ বের হয়। ২০০৮ সালের শেষের দিকে বাজারে আসে সমীরের প্রথম একক অ্যালবাম ‘ঘুম’।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজেড)