শিবচরে স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৯:১৬

মাদারীপুর জেলার শিবচরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যান (দেশ)। বেসরকারি স্বেচ্ছাসেবামূলক এই সংগঠনটি অনেকদিন ধরেই বিভিন্ন দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

রবিবার সকাল থেকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ক্যাম্প আয়োজন করেছে সংগঠনটি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষেরা বিনামূল্যের এই চিকিৎসাসেবা ও ওষুধ নিয়ে ভীর জমায় ক্যাম্পে।

সংগঠনের উদ্যোক্তা হারুন অর রশিদ জানান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে সংগঠনটি কাজ করলেও জাতীয় দিবসগুলোতে গরীব অসহায় মানুষদের সেবা দিতে বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেছে।’

তিনি আরো জানান, সংগঠনটি এ পর্যন্ত ১৫টি ক্যাম্পের মাধ্যমে প্রায় ৮৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান করেছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এ চিকিৎসাসেবায় বিভিন্ন ধরণের ৫৩৫ রোগীকে চিকিৎসা প্রদান করেছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/আইএল/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :