সিলেটে নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন

প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা রবিবার দুপুরে সম্পন্ন হয়েছে।

ওই এলাকার আতিয়া মহলে চলমান জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরের রাস্তায় দুই দফা বোমা বিস্ফোরণে অন্য চারজনের সঙ্গে নিহত হন ওই দুই পুলিশ কর্মকর্তা। আহত হন ৩২ জন।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, নিহত জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সারের নামাজে জানাজা সিলেট পুলিশলাইন্সে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মনিরুলের লাশ গ্রামের বাড়ি নোয়াখালীতে নেয়া হবে এবং আবু কয়সারের লাশ সুনামগঞ্জ সদরে পাঠানো হবে। স্ব স্ব বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুই পুলিশ কর্মকর্তার লাশ দাফন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নোয়াখালী সদর উপজেলার সুধারাম গ্রামের নূরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ২০০৩ সালে এবং সুনামগঞ্জ সদরের নতুন পাড়ার নিলয়-১ এর বাসিন্দা আবু কয়সার ১৯৯০ সালে পুলিশ বিভাগে যোগ দেন।  

(ঢাকাটাইমস/২৬মার্চ/এএ/জেবি)