হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় ইবির ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি

প্রকাশ | ২৭ মার্চ ২০১৭, ১৯:০২

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত বছরের সাত ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৩০ তম সিন্ডিকেটের সীন্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা ও ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ভর্তি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ওই ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাই কোর্ট  ‘এফ’ ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি বাতিল না করার আদেশ দেয়। একই সাথে পুনঃভর্তি পরীক্ষার ফলাফল হাইকোর্র্টে পাঠানোর নির্দেশ দেয়।

পরে চলতি মাসের ১৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর কর্তৃপক্ষ ফলাফল হাইকোর্টে পাঠায়। পুনঃভর্তি পরীক্ষা গ্রহণে প্রথম বার চান্স প্রাপ্ত মাত্র ১২জন শিক্ষার্থী মেধাতালিকায় রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ ঢাকাটাইমসকে বলেন- ‘কোর্টের নির্দেশ অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণ করে ১ সপ্তাহের মধ্যে ফলাফল হাইকোর্টে জমা দেয়া হয়েছে। এরপর কোর্টের সিদ্ধান্ত পেলেই পুনঃভর্তি কার্যক্রম শুরু হবে।’

(ঢাকাটাইমস/২৭মার্চ/ইএস)