কোটচাঁদপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন চেয়ারম্যান

প্রকাশ | ২৭ মার্চ ২০১৭, ১৯:৫৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শারমিন খাতুন (১৪) নামে এক কিশোরীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা. নাজমা খাতুন।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য নাসরিন আক্তার, নুরজাহান বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা খাতুন জানান, সোমবার দুপুরে কুশনা ইউনয়িনের রঘুনাথপুর গ্রামের শামিম হোসেনের কিশোরী মেয়ে শারমিন খাতুনকে সাতক্ষীরায় বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে নারী উন্নয়ন ফোরামের সদস্যদের নিয়ে সেখানে হাজির হই।

এ সময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে মেয়ের বাবা ও মেয়েকে বোঝানোর পর তারা বাল্য বিয়ে না দিতে অঙ্গীকার করে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/ইএস)