মঙ্গলবার শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে শ্রীলঙ্কা

প্রকাশ | ২৭ মার্চ ২০১৭, ২১:২৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। মঙ্গলবার রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।

গত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩২৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। পরে শ্রীলঙ্কা ২৩৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে গিয়েছিল।  তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচটিতে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামতে চায় শ্রীলঙ্কা।

দ্বিতীয় ম্যাচের আগে তারা তাদের স্কোয়াডে দুই পেসারকে যোগ করেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদ্বীপ। অন্যদিকে, নিরোশান ডিকওয়েলা ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ডাকা হয়েছে অফস্পিনার দিলরুয়ান পেরেরাকে।

শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার আসানকা গুরুসিংহে বলেছেন, আমরা নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদ্বীপকে স্কোয়াডে যোগ করেছি। এর প্রধান কারণ হচ্ছে সুরঙ্গা লাকমলের ফিটনেস নিয়ে আমরা নিশ্চিত নই। আমরা চাই না কেউ সকালবেলা দলের সঙ্গে যোগ দিয়েই খেলতে নামুক। আমরা ভেবেছি যে আমাদের হাতে যথেষ্ট অপশন থাকাটা ভালো হবে।

তিনি আরও বলেন, দল উজ্জীবিত। প্রথম ম্যাচে হেরে যায় আমাদের উপর চাপ রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে গত ম্যাচের চেয়ে আমরা ভালো খেলতে পারব।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্দনে, ধনঞ্জয়া ডি সিলভা/সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল/নুয়ান প্রদ্বীপ, নুয়ান কুলাসেকারা, লক্ষণ সান্দাকান।

(ঢাকাটাইমস/২৭ মার্চ/এসইউএল)