ডাম্বুলায় আজ আবহাওয়া ও উইকেট যেমন হতে পারে

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ০৯:৩৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এই সিরিজ খেলতে নামার আগে রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছিল। ওই তিনটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। ডাম্বুলায় এবার দেখা গেছে ভিন্ন বাংলাদেশকে।

এই ভেন্যুতে গত ২৫ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই ভেন্যুতে ৩০০’র বেশি স্কোর হয়েছে তিনবার। তার মধ্যে রয়েছে গত ম্যাচে বাংলাদেশের ৩২৪ রানের ইনিংস।

রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।

এই ম্যাচের উইকেটে অতিরিক্ত ঘাস দেখা যেতে পারে। যেখান থেকে পেসাররা একটু বেশি সুবিধা পেতে পারেন। উইকেটে কতটুকু ঘাস আছে এবং উইকেটের চরিত্র কেমন হতে পারে সেই বিবেচনা করে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আজ ডাম্বুলার আকাশ পরিষ্কার থাকবে।

(ঢাকাটাইমস/২৮ মার্চ/এসইউএল)