মায়ের হাতে শিশু পুত্র খুন

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ১৩:২৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মায়ের হাতে তিন মাসের এক ছেলে সন্তান নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মা শাহিনূর হককে আটক করেছে পুলিশ।

নিহত শিশু মিহসান সাদিত দিগদা গ্রামের মাওলানা শরীফুল হকের ছেলে।

পুলিশ ও পারিবার বলছে, সোমবার রাতে শরিফুল হক, তার স্ত্রী শাহিনূর, মেয়ে মালিহা ও ছেলে সাদিতকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য শরিফুল হক মসজিদে চলে যান। এই সুযোগে শাহিনূর ঘরে থাকা গরু জবাই করার ছুরি দিয়ে সাদিতকে গলাকেটে হত্যা করে। মেয়ে মালিহা টের পেয়ে কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে বাড়ির অন্যদের জানায়। পরে তারা এগিয়ে আসে। এসময় শিশুটির মা নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে এবং শাহিনূর হককে আটক করে।

কাপাসিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ‘ঘাতক শাহিনূরকে আটক করে পুলিশ পাহারায় প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশু খুনের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায় নেই। তবে তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)