হিন্দুদের নিরবতা দিবসে বালি বিমানবন্দর বন্ধ

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ১৪:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান 'নিরবতা দিবস' উপলক্ষে ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বালি দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পরিবহন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠা কর্মকর্তা এ কথা জানান।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারতা টেলিফোনে সিনহুয়াকে বলেন, 'বালির নগুরাহ রায় বিমানবন্দর আজ (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে কাল (বুধবার) সকাল ছয়টা পর্যন্ত ২৪ ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে। নিরবতা দিবসের স্মারক হিসেবে এটি বন্ধ রাখা হচ্ছে।’

ইন্দোনেশিয়ায় নিরবতা দিবসে সরকারি ছুটি থাকে। মূলত বালি দ্বীপেই এটি পালন করা হয়। এ দিন উপবাস পালন এবং ধ্যান করা হয়।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, প্রতি মাসে বালি দ্বীপে প্রায় দুই লাখ পর্যটক ঘুরতে আসে।

(ঢাকাটাইমস/২৮মারচ/এসআই)