ঢাকাটাইমসে সংবাদে বন্ধ হলো লটারি

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ২০:০১

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

‘লটারির খপ্পরে সর্বস্বান্ত বগুড়ার মানুষ’ শিরোনামে ২৭ মার্চ ঢাকাটাইমসে সংবাদ প্রকাশের পর মেলা কমিটি অবৈধ লটারি বন্ধ করে দিয়েছে। ফলে বগুড়াবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার শহরের কোথাও অন্যদিনের মত টিকিট বিক্রি করতে দেখা যায়নি।

বগুড়া শিল্প ও বণিক সমিতির উদ্যোগে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফাঁকা জায়গায় ১ মার্চ থেকে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আন্তর্জাতিক স্টলের সংখ্যা তেমন না থাকলেও প্রধান আকর্ষণ ‘দৈনিক স্বপ্নছোয়া র‌্যাফেল ড্র’ নামে ছিল অবৈধ লটারি।

প্রশাসনের চোখের সামনেই প্রকাশ্যে চলছিল লটারির নামে কোটি কোটি টাকার জুয়া। ওই লটারিতে ইতোমধ্যেই বগুড়া এবং বগুড়ার আশেপাশের জেলার নিম্নআয়ের শতশত মানুষ আর্থিক ক্ষতির শিকার হন। অবশেষে ঢাকা টাইমসে সংবাদটি প্রকাশ হলে প্রশাসনের ইশারায় লটারি বন্ধ হয়ে যায়।

লটারি বন্ধ প্রসঙ্গে জেলা প্রশাসক আসরাফ উদ্দিনের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে কেবলমাত্র আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। মেলায় লটারি চলল না জুয়া, সার্কাস চললো সেটা দেখার বিষয় পুলিশের ছিল না।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)