ডাম্বুলায় বৃষ্টির হানা

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ২০:২৬ | আপডেট: ২৮ মার্চ ২০১৭, ২১:০৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ডাম্বুলায় চলছে বৃষ্টির খেলা। লঙ্কানদের ব্যাটিং শেষ হওয়ার পরপরই আকাশ ভেঙে নামে বৃষ্টি। ইতোমধ্যে পুরো উইকেট কাভার দিয়ে ঢেকে দেয়া হয়েছে। বৃষ্টির এমন চোখ রাঙানিতে বাংলাদেশের ইনিংস শুরু হতে বিলম্ব হচ্ছে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশাল মেন্ডিসের ১০২ আর উপল থারাঙ্গার ৬৫ রানে ভর করে বাংলাদেশের সামনে ৩১২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় স্বাগতিক শ্রীলঙ্কা।

এদিন ইনিংসের শেষ ওভারে পরপর তিন বলে লঙ্কান তিন ব্যাটসম্যানের বিদায় ঘণ্টা বাজান তাসকিন আহমেদ। অষ্টম উইকেটে গুনারাত্নে (৩৯), নবম উইকেটে লাকমাল (০) এবং দশম উইকেট হিসেবে নুয়ান প্রদিপকে খালি হাতে ফিরিয়ে বাংলাদেশের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক উদযাপন করেন তাসকিন।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় লঙ্কানরা। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামে বাংলাদেশ। বিপরীতে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় স্বাগতিক শ্রীলঙ্কা।

লঙ্কান দলে ডাক পান অফ স্পিনার দিলরুয়ান পেরেরা, নুয়ান কুলাসেকারা এবং নুয়ান প্রদিপ। বাদ পড়েন লাহিরু কুমারা, সাচিথ পাথিরানা ও লাকশান সান্দকান।

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ। জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে সাকিব-তামিমরা।

(ঢাকাটাইমস/২৮মার্চ/জেইউএম)