কলম্বোর পথে মাশরাফিরা

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১২:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে কলম্বোর পথে বাংলাদেশ দল। বুধবার ১১টায় টিম হোটেল থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেন সাকিব-মুশফিকরা।

স্থানীয় সময় বেলা প্রায় ৩টার দিকে কলম্বোতে পা রাখার কথা মাশরাফি বাহিনীর। আজ আর কোনো অনুশীলন করবে না টাইগাররা। কলম্বোর তাজ হোটেলে উঠবে বাংলাদেশ দল।

এ প্রসঙ্গে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আজকে দল কোনো প্রকার অনুশীলন করবে না। সবাই যে যার মতো সময় কাটাবে।’

মঙ্গলবার বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে কলম্বোতে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী আর লঙ্কানদের জন্য সিরিজে সমতার ম্যাচ।

১ এপ্রিল কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে তামিম-সাকিবরা।

প্রসঙ্গত, সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ। জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে সাকিব-তামিমরা।

(ঢাকাটাইমস/২৯মার্চ/জেইউএম)