হাসিনার অধীনে নির্বাচনে বিএনপি যাবে না: দুদু

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেছেন, ‘২০১৭ কিংবা ১৮-১৯ যে সালই হোক না কেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে ভোটারবিহীন সরকার যদি মনে করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হবে তাহলে বোকার স্বর্গে বাস করছে।’

দুদু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুসহ অজস্র নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করে বর্তমান সরকার যে গভীর চক্রান্ত করছে তা কোনোদিনও সফল হতে দেব না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তেজগাঁওয়ের জনপ্রিয় নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারকে বারবার গ্রেপ্তার করে তার ওপর যে অমানবিক নির্যাতন করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ অবিলম্বে এই নেতার মুক্তি দাবি করেন দুদু।

আনোয়ারুজ্জামান আনোয়ার মুক্তি পরিষদের সমন্বয়কারী হাফিজুর রহমান কবিরের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, সাবেক ছাত্র নেতা ড. মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন সিরাজী, কাদের সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, কে.এম রকিবুল ইসলাম রিপন, এম.এ কাইয়ুম সহ তেজগাঁও-শেরে বাংলানগর ও শিল্পাঞ্চল থানা বিএনপির নেতারা।

(ঢাকাটাইমস/২৯মার্চ/জেবি)