লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় চারজনের ফাঁসির রায়

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৮:৩৫

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গৃহবধূ ধর্ষণ মামলায় লক্ষ্মীপুরে চারজনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার লক্ষ্মীপুর  জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মনা বেপারীর ছেলে সানা উল্যাহ (৩৭), চর কালকিনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম মাঝি (৩২), রফিকুল ইসলাম বেপারীর ছেলে হারুন (৩২) ও নোয়াখালী জেলার সুধারাম থানার আণ্ডারচর গ্রামের আব্দুল গনির ছেলে মো. রহিম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে কমলনগর উপজেলার ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। পরে ২৯ ডিসেম্বর গৃহবধূর স্বামী পাঁচজনের নামে কমলনগর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ পরের বছর ৩১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

রায়ের পর বিশেষ পিপি আবুল বাসার সাংবাদিকদের জানান, সাক্ষ্য-প্রমাণ নিয়ে আদালত  চারজনের ফাঁসির আদেশ দেন। এ ছাড়া একজনকে বেকসুর খালাস দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৯মার্চ/মোআ)