বুড়িগঙ্গায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে রুপন সাহা নামে নয় বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে সদরঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুর দল তার লাশ উদ্ধার করে। রুপন কামরাঙ্গীচরের ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। 

মৃত রুপন সাহার মামা ইন্দ্রজিৎ সাহা বলেন, প্রতিদিনের মতো বুধবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গায় গোসল করতে যায় রুপন। হঠাৎ সে পানিতে তলিয়ে যাওয়ায় তার বন্ধুরা পরিবারকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকাল পাঁচটার দিকে রুপনকে সদরঘাট থেকে উদ্ধার করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রুপন সাহা তার বাবা রঞ্জু সাহা ও মা সীমা রানী সাহার সঙ্গে রাজধানীর কামরাঙ্গীরচরের আচারওয়ালার ঘাটের একটি বাড়িতে ভাড়া থাকত। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাড়ি নেত্রকোনা জেলার সদর থানার জয়পাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুপনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এএ/জেবি)