ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় নরসিংদীতে নিহত ১

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৯:১৫

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হয়ে থেমে থেমে গভীর রাত পর্যন্ত উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ সংঘর্ষ চলে।

নিহত মোগল মিয়া মধ্যনগর গ্রামের অহেদ আলীর ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন আওয়ামী লীগের প্রার্থী মাসুদুর রহমান মাসু ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হোসেন মিয়া নামে জাকির হোসেনের এক সমর্থক নিহত হন। এ ঘটনার পর মাসুর সমর্থকরা গাঁ ডাকা দেন। মঙ্গলবার বিকালে মাসুর সমর্থকরা এলাকায় এলে জাকির হোসেনের সমর্থকরা হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের  রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মোগল মিয়ার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এলএ)