নাসিরপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিটব্যাক’

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ২০:৩২ | আপডেট: ২৯ মার্চ ২০১৭, ২০:৪৪

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভী বাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ দল সোয়াট। ইতিমধ্যে অভিযান শেষের পথে বলে খবর জানা যাচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘অপারেশন হিটব্যাক’ নামে এ অভিযান শুরু হয়। রাত আটটার দিকে ওই বাড়িতে অ্যাম্বুলেন্স যাওয়ার খবর বিভিন্ন সূত্রে জানা যায়।   

সূত্র জানায়, অভিযানের সময় বাড়ির ভেতর থেকে গুলি ও গ্রেনেড ছোড়া হয়। 

আজ সকালে জঙ্গি আস্তানা সন্দেহে সদর উপজেলার নাসিরপুর গ্রামের বাড়িটি ঘিরে ফেলার পর থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ ছাড়া ওই বাড়ির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। 

বিকালে নাসিরপুরের ওই বাড়ির কাছে সিটি করপোরেশনের গাড়ি, অ্যাম্বুলেন্স, মই, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যেতে দেখা যায়।

এরই মধ্যে সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরাও কয়েকটি  মাইক্রোবাসে সেখানে পৌঁছান। পরে শুরু হয় অভিযান। 
১৮ মাইল দূরে পৌর শহরের বড়হাট এলাকার অন্য একটি জঙ্গি আস্তানাও ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানেও গুলি ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।     
এই বাড়ির আশপাশ অর্থাৎ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বড়হাট এলাকার বাড়িতে অভিযানের জন্য সোয়াটের একটি দল সেখানে পৌঁছেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, দুটি বাড়ির মালিক একজন। তিনি লন্ডন প্রবাসী। তার এক দূরসম্পর্কের আত্মীয় দুটি বাড়ি দেখাশোনা করেন। 

(ঢাকাটাইমস/২৯মার্চ/ইএস/মোআ)