বরিশালে ৩২ মন জাটকা জব্দ, আটক ৪

প্রকাশ | ৩০ মার্চ ২০১৭, ১৯:৩১ | আপডেট: ৩০ মার্চ ২০১৭, ১৯:৩৩

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদী ও বরিশালের কীর্তনখোলা নদী থেকে ৩২ মন জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি চার জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব ঢাকাটাইমসকে জানান, হিজলা উপজেলার মেঘনা নদীতে বুধবার রাতে ভোলা থেকে ঢাকাগামি আওলাদ-৭ লঞ্চে অভিযান চালিয়ে ১২ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় জব্দ করা জাটকা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার  বেলা ১২ টায় বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন বেলতলা খেয়াঘাট এলাকা থেকে ২০ মন জাটকাসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। মেহেন্দীগঞ্জ থেকে লঞ্চযোগে জাটকাগুলো বরিশালে আনা হচ্ছিল। বেলতলা খেয়া পাড় হয়ে নগরের উদ্দেশ্যে আনার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. নাজমুল হুসেইন খানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

পাশাপাশি জব্দ জাটকাগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/জেডএ)