ঘুমন্ত দম্পতির ওপর হামলায় স্ত্রী নিহত

প্রকাশ | ৩১ মার্চ ২০১৭, ১২:০৩ | আপডেট: ৩১ মার্চ ২০১৭, ১২:০৫

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামে ঘুমন্ত দম্পতির ওপর হামলা করেছে প্রতিবেশীরা। এ হামলায় নিহত হয়েছেন স্ত্রী রুমি বেগম এবং স্বামী বাবুল শেখ গুরুতর আহত হয়েছেন।

প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত বাবুলকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছরের এক শিশু সন্তান রয়েছে। হামলার সময় বাবা-মায়ের পাশে শিশুটি ঘুমিয়ে ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বসতবাড়ির জমি নিয়ে বাবুল শেখের সাথে প্রতিবেশী দুলু শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বাবুল শেখ মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী দুলু শেখের নেতৃত্বে তার লোকজন ভোরে বাবুল শেখের বাড়িতে হামলা চালায়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুলু শেখের লোকজন বাবুল শেখকে এলোপাতাড়ি কুপাতে থাকে। বাবুলের স্ত্রী রুমি বাধা দিলে সন্ত্রাসীরা রুমিকে কুপিয়ে হত্যা করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এলএ)