হতদরিদ্র চার শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো বই-পোশাক

প্রকাশ | ৩১ মার্চ ২০১৭, ১৮:৫২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র অসহায় চার মেধাবী শিক্ষার্থীর পরিবারের পক্ষে সহায়ক বই ও স্কুল পোশাক কেনার মত কোন সমর্থ ছিল না। হঠাৎ অসহায় ওই পরিবারদের পাশে দাঁড়িয়েছে একটি ছাত্র সংগঠন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া ছাত্রকল্যাণ ক্লাব উদ্যোগে হতদরিদ্র মেধাবী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার রেশমা, সাবিনা আক্তার, হলি সান ডে স্কুলের সজিব হাওলাদারকে সহায়ক বই আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে।

এছাড়া একই সময় নূর একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী শান্তা আক্তারের হাতে স্কুল পোশাক তুলে দেয়া হয়।

কলাপাড়া ছাত্রকল্যাণ ক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামন অমি গাজীর সভাপতিত্বে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়ক বই ও স্কুল পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এলএ)