বাগেরহাটে ট্রলারডুবি: দুই শিশু উদ্ধারে অভিযান চলছে

প্রকাশ | ০১ এপ্রিল ২০১৭, ১০:৩৫

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুকে অভিযানের পঞ্চম দিনেও উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।

গত চার দিনে ট্রলারডুবিতে নিখোঁজ ১০ নারী, পাঁচ পুরুষ ও দুই শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজ থাকা শিশুরা হলো- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর সুতালড়ি গ্রামের মহসিনের ছয় বছর বয়সী ছেলে হাসিব এবং একই উপজেলা পল্লীমঙ্গল বাজার এলাকার বাচ্চুর ছয় মাস বয়সী ছেলে রাহাত।

অন্যদিকে, পানগুছি নদীতে ট্রলারডুবির পর নদী পারাপারে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। 

গত মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে পারাপারের সময় ৮০ জন যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া কামরুন্নেছা নামে আরেক নারীর সন্ধান পেয়েছে উদ্ধার কর্মীরা। শুক্রবার নিখোঁজ ওই নারীকে মোরেলগঞ্জ উপজেলার উত্তর সুতালড়ি গ্রামের বাড়িতে পাওয়া গেছে। তিনি ওই গ্রামের হাফেজ আব্দুল আজিজের স্ত্রী।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, পঞ্চম দিনের মতো পানগুছি নদীতে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান চলছে। আমরা এখনো তাদের সন্ধান পাইনি।

(ঢাকাটাইমস/১এপ্রিল/প্রতিনিধি/এলএ)