মেঘনায় ট্রলারডুবি: আরো এক নারীর লাশ উদ্ধার

প্রকাশ | ০১ এপ্রিল ২০১৭, ১৬:৪৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় শিল্পী আক্তার নামে আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পুলিশের তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছে ছয়জন।

শনিবার দুপুরে চর কিশোরগঞ্জ এলাকা থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ শিল্পী আক্তারের লাশ উদ্ধার করে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চান্দের গাঁও গ্রামের শিল্পী আক্তারের স্বামী আব্দুস সাত্তার (৪৫) ও মেয়ে লামিয়াও (৫) ওই দুঘৃটনায় মারা যায়। তাদের লাশ আগেই উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর রামপুরা থেকে ৮০-৯০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। পথে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলারটি ডুবে যায়।

শুক্রবার পর্যন্ত উদ্ধারকারীরা ১০ জনের লাশ উদ্ধার করে এবং ডুবে যাওয়া ট্রলারটি টেনে নদীর তীরে আনে।

(ঢাকাটাইমস/৩১এপ্রিল/মোআ)