অণ্ডকোষে লাথি, সিএনজি চালকের মৃত্যু

প্রকাশ | ০১ এপ্রিল ২০১৭, ২০:২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক সিএনজি চালকের লাথির আঘাতে আরেক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম আল-আমিন।

শনিবার সকাল দশটায় সাদিপুর ইউনিয়নের তালতলা সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

নিহত আল আমিন উপজেলার সাদিপুর ইউনিয়নের তালতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় উত্তর-পশ্চিমপাড়া মজহমপুর এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, আল-আমিন ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে সাগর (২৫) এর সাথে সিএনজি আগে-পরে সিরিয়াল নিয়ে তর্কবির্তক হয়। এর জের ধরে ঘাতক সাগর আল-আমিনকে মারধরের এক পর্যায়ে আল-আমিনের অ-কোষে লাথি দেয়।

লাথির আঘাতে আলআমিন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সাগরের পিতা সাইদুর রহমান ও ছোট ভাই রাজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/প্রতিনিধি/ইএস)