মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গঙ্গাস্নান

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ১১:৫১

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার কালীগঙ্গা নদীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গাস্নানে অংশ নেন।

গঙ্গাস্নানকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই নদীর তীরে ভিড় জমান হাজার হাজার পূণ্যার্থী। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অন্নপূর্ণা সেবা সংঘ এই স্নানের আয়োজন করে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, অন্নপূর্ণ সেবা সংঘের সভাপতি দীলিপ কুমার রাজবংশীসহ অনেকে।

ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/এমআর