দৌলতপুরে শ্রমিক সর্দার বজলু হত্যার বিচার দাবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৯

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রমিক সর্দার বজলু অপহরণের পর হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টায় আল্লার দর্গা বাজারে মানববন্ধনে তারা বজলু হত্যার বিচারের দাবি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য লোটন চৌধুরী, নাহারুল ইসলাম, বজলুর স্ত্রী রোকেয়া খানম, মেয়ে লিলি খাতুন।

বক্তারা জানায়, এলাকার জয়ভোগা গ্রামের আজিজুলের ছেলে জিয়া বিশ্বাস এগ্রোর শ্রমিক সর্দার বজলুকে ডেকে নিয়ে যায়। সে গ্রেপ্তার হলেও অদৃশ্য কারণে পুলিশ এ হত্যার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ আসামিদের আড়াল করতে চাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।

উপজেলার আল্লাহর দর্গা চামনাই গ্রামের খোদাবক্সের ছেলে ও বিশ্বাস এগ্রো ফুড লি.-এর শ্রমিক সর্দার বজলু গত ১২ মার্চ রবিবার বিকালে নিখোঁজ হন। ১৩ মার্চ পাশের মাঠের একটি তামাক ক্ষেত থেকে গুরুতর আহত বজলুকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। পরে বজলুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :