গাজীপুরে হামিদা হত্যায় গ্রেপ্তার দুই যুবক রিমান্ডে

শাহান সাহাবুদ্দিন, গাজীপুর (আঞ্চলিক) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ২৩:০১

গাজীপুরে হামিদা খাতুন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া যুবকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ১০দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার দুপুরে রিমান্ডের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর মহানগরীর জাঝর এলাকার আফাজ উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ও সাকরাউড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আশরাফুল আলম।

গত ২৮ মার্চ ওই দুই যুবককে জাঝর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৪ জানুয়ারি ভোরে জাঝর এলাকায় নিজ বাড়িতে হামিদা খাতুনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের মেয়ে তিনজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিমল বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার প্রধান আসামির সাথে তাদের যোগসাজস আছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :