মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ২৩:১৩

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণার কেন্দুয়ায় মাদকসেবী  ছেলেকে তার মা ও বাবা পুলিশে দেয়ার পর এক বছর কারাদণ্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিদ নাঈম মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এই দণ্ড দেন  ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাজী মহুয়া মমতাজ।

কেন্দুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক তারেক মাসুদ জানান, দণ্ডপ্রাপ্ত নাঈম মিয়া সকালে মাদক কেনার টাকার জন্য বাবা ও মাকে চাপ দেয়। মা ও বাবা টাকা না দেয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা থানায় খবর দিলে পুলিশ নাঈমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে  আদালত তাকে কারাদণ্ড দেয়।

এছাড়া একই সময়ে আরো তিন মাদকসেবীকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার  সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর এলাকার সাহাব উদ্দিন, ফেরদৌস মিয়া ও  আব্দুল জব্বার।

কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, জরিমানাপ্রাপ্ত তিন জনকে জরিমানা টাকা পরিশোধ করায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি কারাদণ্ডপ্রাপ্ত নাঈমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)