বাহরাইনে ১৪ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৭, ১৬:০২ | আপডেট: ০৫ এপ্রিল ২০১৭, ১৮:১৩

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের চেষ্টায় জরিমানা মওকুফ করে ১৪জন বাংলাদেশির সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, রাষ্ট্রদূত মেজর জেনারেল অবঃ কে এম মমিনুর রহমানের  চেষ্টায় ১৪ জন বাংলাদেশিকে জরিমানা মওকুফ করে দেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে।

২০১৬ সালে বাহরাইনে অবৈধভাবে বসবাসরতদের সাধারন ক্ষমা ঘোষণা করেন দেশটির সরকার। সেই সময়ে বেশ কিছু বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে যায়। এরপরেও যারা অবৈধ ভাবে থেকে যায়, তাদের আটক করে জেলে পাঠায় পুলিশ। এমনই ১৪ জন বাংলাদেশি প্রায় চারমাস ধরে জেলে ছিলেন। বাহারাইন সরকার তাদের আইন অনুযায়ী জরিমানা দিয়ে মুক্ত হওয়ার কথা বলে আসছিল। তবে রাষ্ট্রদূতের প্রচেষ্টা জরিমানা মওকুফ করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/জেএস)